‘গরুর ট্রাক-পিকআপে’ বাড়ি ফিরেছেন হাজারো যাত্রী

ছবি: স্টার

কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে বাসের টিকিট না পেয়ে কিংবা ভাড়া বেশি হওয়ায় ট্রাক-পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকা ছেড়েছেন হাজারো যাত্রী। কোরবানির ঈদ ঘিরে যেসব ট্রাক-পিকআপ ভ্যানে করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে গরু আনা হয়েছে, সেগুলো ফেরার সময় এসব যাত্রীদের বহন করে নিয়ে গেছে।

গতকাল বুধবার সরেজমিন ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

সরেজমিনে গতকাল রাতে গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। শতশত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাসের টিকিট পাচ্ছিলেন না। অনেকে দালালদের সহায়তায় বেশি দামে টিকিট কেনেন। অনেকে আবার রাজধানীর লোকাল বাস এবং বিভিন্ন গণপরিবহনের মাধ্যমে প্রায় দ্বিগুণ ভাড়ায় গ্রামের বাড়ি যান। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষেরা গাবতলীতে গরু নামিয়ে দিয়ে খালি ফিরে যাওয়া ট্রাক ও পিকআপ ভ্যানে কম ভাড়ায় গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

গতকাল রাতে কথা হয় আজহার আলীর সঙ্গে। তিনি সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জের সানারপার এলাকা থেকে এসেছেন। পেশায় দিনমজুর আলী গত মাসে রংপুর থেকে ঢাকায় এসেছিলেন ৬০০ টাকা বাস ভাড়ায়। প্রতি মাসে নিজ এলাকায় ৫০০-৬০০ টাকা ভাড়ায় যাতায়াত করেন তিনি। কিন্তু গতকাল এই ভাড়ায় কোনো পরিবহন পাচ্ছিলেন না।

'প্রায় দেড় হাজার টাকা খরচ করে বাড়ি যাওয়ার সামর্থ্য আমার নেই। তার ট্রাকে করেই বাড়ি যাচ্ছি। এতে ৫০০ টাকা খরচ হবে', বলেন আলী।

ঢাকায় গরু নিয়ে আসা ট্রাক-পিকআপ ভ্যানগুলো গরু নামিয়ে দেওয়ার পর তা পরিষ্কার করে অল্প ভাড়ায় যাত্রী পরিবহন করছে।

গতকাল গাবতলী ব্রিজের ওপর বড় একটি ট্রাকে করে রংপুরে যাত্রী পরিবহন করা হয়েছে। ভাড়া ছিল জনপ্রতি ৫০০ টাকা।

ওই ট্রাকের হেলপার রহমত মিয়া জানান, বুধবার বিকেলে ঝিনাইদহ থেকে ১৯টি গরু নিয়ে গাবতলী হাটে আসেন। গরুর নামিয়ে ফেরার সময় গাবতলী ব্রিজে শতশত লোককে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

'তারা অনুরোধ করলে তাদের রংপুর নিয়ে যাচ্ছি। যাত্রীদের কম পয়সায় গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া এবং ঈদের বোনাসের কথা চিন্তা করেই যাত্রী ওঠালাম', বলেন রহমত।

গতকাল সন্ধ্যার পর গরু নিয়ে আসা পিকআপ ভ্যান ও ট্রাকে করে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, বগুড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরসহ আরও বেশ কয়েকটি জেলায় যাত্রীরা গেছেন।

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

33m ago