আমের ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশুও

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে।

আসন্ন ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে রেলওয়ে এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আসিম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েক বছর ধরেই ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে গরু-ছাগলসহ কোরবানির পশু রাজধানী ঢাকাতে পরিবহন করা হচ্ছে। এবারও উত্তরবঙ্গের কোরবানির পশু ঢাকায় পরিবহনের উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে।'

আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে। ছবি: স্টার ফাইল ফটো

তবে এ বছর আমের ভরা মৌসুম হওয়ায় আম পরিবহনে নিয়োজিত ট্রেনে করেই পশু পরিবহন করা হবে বলে জানান তিনি।

পশ্চিম রেলের জিএম বলেন, 'আগামি বৃহস্পতি ও শুক্রবার অথবা শুক্রবার ও শনিবার দুদিন কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে রেলওয়ে। এজন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।'

আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে বলে জানান তিনি।

উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় পশু পরিবহনের জন্য রেল কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরেই উদ্যোগ নিয়েছে।

কম খরচে এবং ঝামেলাহীনভাবে ঢাকায় পশু পরিবহনের জন্য রেল পশু পরিবহন জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান রেল কর্মকর্তারা।

রেলের পশ্চিম জোনের পাকশি বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে এ ট্রেন যাত্রা শুরু করবে ফলে চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ থেকে কোরবানির পশু পরিবহন করা যাবে।'

২ দিনে কমপক্ষে ২ শতাধিক কোরবানির পশু ট্রেনে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today amid a new wave of hope and expectations for what is being seen as a turning point for campus democracy after a six-year hiatus.

1h ago