ভোটের দিন গ্রামের বাড়িতে মেয়র আরিফুল, কিনলেন কোরবানির পশু

মেয়র আরিফুল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য প্রায় ২০টি ছাগল কেনেন সিলেট সিটি মেয়র আরিফুল। ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী আজ বুধবার সিটি নির্বাচনের ভোটের দিন ছিলেন গ্রামের বাড়ি।

তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে। সন্ধ্যায় তিনি উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য প্রায় ২০টি ছাগল কেনেন।

দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে অংশন নেননি মেয়র আরিফুল। 

তার আত্মীয়রা জানান, আজ সিলেটে ভোটের দিন হঠাৎই আরিফুল সপরিবারে দাদার বাড়ি বেড়ানোর পরিকল্পনা করেন। এর অংশ হিসেবেই উবাহাটা গ্রামে বেড়াতে গিয়েছেন। 

মেয়রের সঙ্গে তার স্ত্রী শ্যামা হক ও তার ব্যক্তিগত ৩ কর্মকর্তা ছিলেন।

জানতে চাইলে আরিফুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেক দিন ধরে গ্রামের বাড়ি আসা হয়নি। আত্মীয়-স্বজনরা আম-কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছেন। একটু সময় পেয়েছি এ জন্য এলাম। একইসঙ্গে বিকেলে কিছু সময় পাওয়ায় কোরবানির জন্য কিছু ছাগল কিনলাম।'

তিনি আরও বলেন, 'দলীয় সিদ্ধান্ত মেনে সিটি নির্বাচনে অংশ নেইনি।'

উল্লেখ্য, গত ২ জুন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে মেয়র আরিফুল হক সিলেটেই অবস্থান করছিলেন। সিটি করপোরেশনের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিলেও, নির্বাচন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল সিলেট শহর ছাড়েন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago