শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

বান্দরবানে শ্বশুরবাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর ২টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির কাইচতলি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো.আরমান (২৫) চট্টগ্রামের সাতকানিয়া এলাকার সৈয়দ আকবরের ছেলে ও ওই এলাকার আলী আহম্মেদের জামাতা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ঈদের ছুটিতে কয়েকদিন আগে মো. আরমান বান্দরবান সদর উপজেলায় কাইচতলি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আজ বিকেলে ওই বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পরে শ্বশুরের পরিবারের কাছ থেকে খবর পেয়ে বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago