বিএনপি-জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সিগঞ্জের ধলাগাও এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের একটি সংবিধান আছে। সংবিধান মেনেই বাংলাদেশ চলছে এবং আমাদের আসন্ন নির্বাচনসহ যত নির্বাচন আছে, সেগুলো সংবিধান অনুসারেই হবে। 

তিনি বলেন, 'সংবিধানের বাইরে কেউ কোনো দাবি তুললে সেটা মানার যুক্তি নেই। আগামী নির্বাচন সংবিধান অনুসারেই হবে।'

শুক্রবার রাত সাড়ে ৯টায় মুন্সিগঞ্জের ধলাগাও এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি ও জামায়াত ইসলামী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ তাদের চায় না। বিগত নির্বাচনে ল্যান্ড-স্লাইড ভিক্টরি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগের সেই বিজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।'

পরে মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সায়েদাবাদীর মায়ের মাজার উদ্বোধন করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।
 

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

1h ago