হিরো আলমকে কেন নিরাপত্তা দিতে পারেননি জানালেন ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পুলিশকে না জানিয়ে দ্বিতীয়বারের মতো একই কেন্দ্রে যাওয়ায় পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তার ভাষ্য, সেই সুযোগেই দুর্বৃত্তরা হিরো আলমের ওপরে হামলা করেছে।

আজ শনিবার রাজধানীর পলওয়েল মার্কেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, ওই কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে।

তিনি জানান,  হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধর করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে পুলিশ আরও সজাগ থাকবে।

'আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে', যোগ করেন তিনি।

গত ১৭ জুলাই ভোটগ্রহণের দিন বিকেল ৩টা ২০ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা চালানে হয়। হামলার একদিন পর তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন। মামলায় হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা ক্ষমতাসীন দলের সদস্য।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

4h ago