অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন নাঙ্গলকোট থানার ওসি

জাতীয় শোক দিবস উপলক্ষে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ওসি ফারুক আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করেছিল উপজেলা প্রশাসন।

আজ সন্ধ্যায় ওসির বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওসি ফারুক আহমেদ বলেন, নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।'

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার এক আত্মীয় হাসপাতালে আছে। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।'

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, তিনি কি বলেছেন আমি জানি না। আগে দেখতে হবে। তারপর বলতে পারব।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago