ডেঙ্গু: ডিএসসিসির ৪ ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ পদে ২৭ জনের চাকরির সুযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডকে ডেঙ্গুর 'রেড জোন' ঘোষণা করেছে।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস আজ রোববার দ্য ডেইলি স্টারকে জানান, রেড জোনের ওয়ার্ডগুলো হলো ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ড। ইতোমধ্যে এসব এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।

তিনি বলেন, 'এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে আমরা দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করব। আমরা এই অভিযানে স্থানীয় বাসিন্দা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, বাড়ির মালিক, প্রতিষ্ঠানের মালিক এবং সব সামাজিক সংগঠনকে বিশেষভাবে সম্পৃক্ত করব।'

গত ২৩ আগস্ট মেয়র তাপস একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, কোনো ওয়ার্ডে যদি এক সপ্তাহে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়, তাহলে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতি শনিবার অভিযান চালানো হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago