গাজীপুর সিটি করপোরেশন

​​​​​​​মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জায়েদা খাতুন

মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জায়েদা খাতুন
ছবি: স্টার

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন জায়েদা খাতুন। 

আজ সোমবার সকালে দায়িত্বগ্রহণ করেন নবনির্বাচিত মেয়র। 

এরপর দুপুর ১টার দিকে বঙ্গতাজ অডিটরিয়াম থেকে সড়কে উপস্থিত হাজারো জনতার মাঝে হাত নারিয়ে অস্থায়ী মঞ্চে ওঠেন গাজীপুরের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন।

অভিষেক অনুষ্ঠানে গাজীপুরে সিটি করপোরেশনের নতুন মেয়র জায়েদা খাতুন বলেন, 'সকল কাউন্সিলর ও সবাইকে নিয়ে পরিকল্পিত একটি শহর গড়ব।'

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, 'নেতাকর্মীদের বাদ দিয়ে কেউ সংগঠন করবেন না। সামনে সংসদ নিবাচন। সকলে মিলে-মিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে।'

এ ছাড়া তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দুপুরে গাজীপুর নগর ভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

22m ago