কাকরাইল মোড়ে ইটপাটকেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল: পুলিশ-বিএনপি সংঘর্ষ

কাকরাইল মসজিদ এলাকায় মুখোমুখি অবস্থানে বিএনপি নেতাকর্মী ও পুলিশ। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

রাজধানীর কাকরাইলে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। 

আজ শনিবার দুপুর ১টায় কাকরাইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ বাধে। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। আর পুলিশ বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে। সেই সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে।

কাকরাইল চার্চের পাশে ২টি পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন। ছবি: মামুনুর রশিদ/স্টার

তিনি আরও জানান, অন্তত ৪০টিরও বেশি গ্রেনেডের শব্দ পাওয়া গেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়। পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়। বর্তমানে কাকরাইল মসজিদের সামনে কেউ নেই।

এখনো সাউন্ড গ্রেনেড ফোটানোর শব্দ পাওয়া যাচ্ছে এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন ডেইলি স্টার প্রতিবেদক।

বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে। ছবি: মামুনুর রশীদ/স্টার

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিএনপির সমাবেশ। অন্যদিকে দেড় কিলোমিটার দূরের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 'শান্তি ও উন্নয়ন' সমাবেশ করছে আওয়ামী লীগ।

সমাবেশ ঘিরে উভয় দলের নেতাকর্মীরাই সকাল থেকে নিজ নিজ সমাবেশস্থলে অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

41m ago