যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন চায়: ম্যাথু মিলার

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সহিংসতামুক্ত নির্বাচন চায়।

গতকাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সেসময় তার কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য আছে কি না জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জবাবে ম্যাথু মিলার বলেন, 'এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।'

আরেক প্রশ্নের জবাবে মিলার জানান, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে বলে আসছে যে বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও মুক্ত হওয়া উচিত এবং তা সহিংসতামুক্ত হওয়া উচিত।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনার পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানান, ভারতীয় উপমহাদেশের জন্য বাংলাদেশে স্থিতিশীলতা প্রয়োজন বলে তিনি বৈঠকে জানিয়েছেন।

তাছাড়া, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় দেশের হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ জানান ভারতীয় পররাষ্ট্রসচিব।

Comments

The Daily Star  | English

Government to revamp fisheries policy eyeing antibiotics ban

The interim government is seeking to introduce sweeping reforms in the fisheries sector, including a ban on antibiotics, growth hormones, and harmful chemicals in fish feed to address the growing threat of antimicrobial resistance (AMR) and ensure safer aquaculture..The Department of Fishe

52m ago