ঠাকুরগাঁও জেলা পরিষদ উপনির্বাচন

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ প্রার্থী

thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসনের অফিসে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম এ মঈন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল মজিদ।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মো. মনজুরুল হাসান জানান, এই উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২২ ফেব্রুয়ারি।

জেলার পাঁচটি উপজেলার প্রত্যেকটিতে একটি করে ভোট কেন্দ্র স্থাপনের কথা জানিয়ে তিনি আরও জানান, মোট ৭৮৬ জন ভোটার (স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি) স্ব স্ব উপজেলার কেন্দ্রে ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন।

গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

Comments

The Daily Star  | English

Jamaat’s unconditional apology for hurting anyone, anywhere

Party chief Shafiqur Rahman says, party is not above mistakes

33m ago