বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে দুই দেশের মানুষের মিলনমেলা

বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুই দেশের মানুষ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুই দেশের মানুষ।

আজ সকাল ১০টায় শহীদ বেদীতে ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের বিধায়ক নারায়ণ গোস্বামী ও বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন। দুই দেশের শত শত মানুষ এতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টকে সাজানো হয় বর্ণিল সাজে। উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো অনুষ্ঠানে অংশ নেয়।

দিবসটি উপলক্ষে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। কড়াকড়ি আরোপ করা হয় দুই সীমান্তে। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টে বিডিআর ও বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

27m ago