চাঁদপুর

খাবারে কাপড়ের রং, ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

খাবারে কাপড়ের রং ও অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল মেশানোয় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম অভিযুক্ত হাজী আবু তাহের স্টোরের স্বত্বাধিকারী মো. আনাছকে এই অর্থদণ্ড দেন।

গত বছরের ২৩ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম হাজীগঞ্জের স্বর্ণকার পট্টিতে অভিযানে গিয়ে মো. আনাছের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযানে গিয়ে কাপড়ের রং এবং অননুমোদিত রাসায়নিক পদার্থ দিয়ে চকলেট, আইস ললি, ক্যান্ডি, আচার তৈরি করতে দেখা যায়। সেই সঙ্গে সেখানে মেয়াদোত্তীর্ণ খাবারও পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম জানিয়েছেন, কেমিক্যাল মেশানো খাবার বিভিন্ন দোকানে সরবরাহ ও বিক্রি করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

7m ago