ভেজাল সন্দেহে সরকারি ১০০ টন সার রাখেনি গুদাম কর্তৃপক্ষ

সার
চট্টগ্রামের কারখানা থেকে বগুড়ায় পাঠানো সার। ছবি:

রাষ্ট্রায়ত্ত টিএসপি কমপ্লেক্স লিমিটেডের পাঠানো ১ হাজার ৯৬০ বস্তা টিএসপি সার রাখেনি বগুড়া সরকারি বাফার গুদাম কর্তৃপক্ষ।

চট্টগ্রামের কারখানা থেকে ৭টি ট্রাকে পাঠানো প্রতি বস্তায় ৫০ কেজি করে টিএসপি সার আছে।

বগুড়া বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোস্তাফা কামাল সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার কারখানা থেকে এই সার ট্রাকে করে রোববার রাতে বগুড়া বাফার গুদামে পৌঁছায়। সোমবার সকালে একটি ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয়। 

পরে সারে ভেজাল আছে সন্দেহ করে ট্রাকগুলো আর আনলোড করা হয়নি।

গুদাম ইনচার্জ মোস্তাফা কামাল বলেন, 'আমরা সন্দেহ করছি সারগুলোতে সমস্যা আছে। আমরা কারখানা কর্তৃপক্ষকে আসতে বলেছি। তারা আগামীকাল আসবেন। সারগুলো পরীক্ষা করে বলা যাবে সারে কোনো ভেজাল আছে কি না।'

ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড বা টিএসপি কমপ্লেক্স লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ফসফেট সার উৎপাদন করে।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago