বেনজীরের কালো টাকা বৈধ করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেট-পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি: টিভি থেকে নেওয়া

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন না বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন।

আজ শুক্রবার বাজেট-পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে সাবেক আইজিপির অবৈধ সম্পদের বিষয়ে প্রশ্ন তোলেন কয়েকজন সাংবাদিক।

গতকাল উত্থাপিত বাজেট প্রস্তাবনা অনুযায়ী, ১৫ শতাংশ কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়াই বৈধ করা যাবে অপ্রদর্শিত আয়। 

কিন্তু বেনজীরের অবৈধ সম্পদ বৈধ হবে কি না, জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, 'বেনজীর আহমেদের অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। এ কারণে তার কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই।'

মিডিয়া ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এ প্রসঙ্গে বলেন, 'দুদক বিষয়টি তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

তিনি আরও বলেন, 'বেনজীর আহমেদ দেশের নাগরিক হিসেবে নাগরিক অধিকার ভোগ করবেন। অন্যদিকে আইন তার নিজস্ব গতিতে চলবে।'

 

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

17m ago