খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়া ঢাকায় মার্কিন দূতাবাসে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আইনে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'এখন পর্যন্ত আমি জানি যে, খালেদা জিয়ার হৃদরোগের চিকিৎসার জন্য পেসমেকার স্থাপনের প্রক্রিয়া চলছে। তাকে বিদেশে নেওয়ার কোনো আবেদন পাইনি। খালেদা জিয়ার কারাদণ্ড একটি নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে এবং সেই আইনে তাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই।'

তিনি বলেন, 'খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক থেকে তার অসুস্থতার বিষয়টি বিবেচনা করায় ২০২০ সালের ২৫ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।'

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

 

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

15m ago