তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী এবং এখানে যে প্রকল্পই নেওয়া হোক না কেন সে বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, 'তিস্তা নদী বাংলাদেশের ভূখণ্ডে। তাই এটি আপনার নদী। তিস্তা নদী নিয়ে যে প্রকল্পই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। সেই সিদ্ধান্তকে আমাদের সবার সম্মান করতে হবে।'

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'ডিসিএবি টক' অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ আলোচনার আয়োজন করে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'চীন প্রস্তুত কিন্তু বাংলাদেশকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।'

তিনি প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সম্ভাব্য চুক্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলা তার পক্ষে সম্ভব নয়।

তবে অবকাঠামো, বাণিজ্য, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মিডিয়া সহযোগিতা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Why are directors of listed companies transferring shares as 'gift'?

Directors are now transferring shares more often as the NBR recently waived tax on such transfers

1h ago