বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম নাহিদের

নাহিদ ইসলাম | ছবি: ফেসবুক লাইভ থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ আজ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যেই ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে আরও দুই সমন্বয়ককে পাশে রেখে ফেসবুকে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, 'রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে, তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু আমরা এখনো দেখছি যে, একটি অভ্যুত্থানের পরও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে।'

আজ বিকাল ৩টার মধ্যে যদি সংসদের বিলুপ্তি ঘোষণা না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ বলেন, 'সারাদেশে লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব নিতে হবে। কেউ যেন এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে।'

তিনি বলেন, 'শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি। কিন্তু আমাদের এই অর্জনকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতোমধ্যে তৎপর হয়েছে এবং বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হচ্ছে।'

'আমরা মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই বাংলাদেশকে ফ্যাসিবাদী সাম্রাজ্য থেকে মুক্ত করার জন্য, একটি নতুন ও জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা সদা প্রস্তুত', বলেন নাহিদ।

গতরাতে এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন তিনি।

তারা শিগগির এই সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সামগ্রিক রূপরেখা উপস্থাপন করবেন বলেও জানান নাহিদ।

 

Comments

The Daily Star  | English

Police adopt stringent criteria to select OCs

The move comes around five months before the country is expected to go to the national election in which OCs will play a key role in maintaining law and order.

11h ago