ঘুষ-দুর্নীতি বন্ধ হলে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ঘুষ-দুর্নীতি বন্ধ করে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান করা সম্ভব  বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আন্দোলনের পেছনে কয়েকটি প্রধান কারণ ছিল।

তিনি বলেন, অবশ্যই ঘুষ বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

কারাগারগুলোকে সংশোধন কেন্দ্রে রূপান্তরের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, কারারক্ষী ও বন্দিদের খাবারের মান উন্নত করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে।

তিনি কারা কর্মকর্তাদের শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কারা কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, 'আপনাদের প্রধান দায়িত্ব কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা। ঘুষ না নিয়ে আপনাদের সম্মান ফিরিয়ে আনুন, কারণ ঘুষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে।'

বৈঠকে কারা কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

মতবিনিময় সভায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেনসহ কারা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

36m ago