ড. ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

দ্য ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদন
ড. ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত
ড. ইউনূস। ছবি: সংগৃহীত

এ সপ্তাহেই অর্থনীতি বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

দ্য ফিনানশিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেন, 'যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করতে সক্ষম হবে এবং নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে।'

সংবাদমাধ্যমটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। একই সঙ্গে, দেশটির আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।

প্রতিবেদন মতে, আগামী শনি ও রোববার ঢাকায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago