বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়নি গণপূর্ত

স্টার ফাইল ফটো

অমর একুশে বইমেলা ২০২৫ এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়নি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বাংলা একাডেমিকে দেওয়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ নভেম্বরের ওই চিঠিতে বলা হয়, গত বছরের ২১ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজন করতে হবে। 

বাংলা একাডেমির সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলা আয়োজিত হচ্ছে গত কয়েক বছর ধরে। 

কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের এই চিঠি অনুযায়ী, আগামী বইমেলা শুধু বাংলা একাডেমিতে আয়োজন করতে হবে।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার অনুমতি দেয়নি গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বইমেলা জমবে না, এটার অনুমতি নিতে হবে। তার জন্য আবার বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই করতে চাই।'

Comments

The Daily Star  | English

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

8h ago