পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি কিশোর নিহত
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের সীমান্ত থেকে এক বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার বিকেলে সদর উপজেলার টোকাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওয়াসিম (১৭) সদর উপজেলার সেনপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

নীলফামারীর ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সোয়া ৩টার দিকে ৭৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে অনুপ্রবেশের অভিযোগে গোড়ালবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছেলেটিকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা ওই কিশোরকে ফিরিয়ে আনতে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানান। আইনি প্রক্রিয়ার শেষে ওই কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে বিএসএফ।
 

Comments

The Daily Star  | English

BNP reiterates demand for polls by Dec at meeting with Yunus

Says don't want CA to quit; calls for resignation of 3 advisers

Now