ব্রিগেডিয়ার জেনারেল আযমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা

আব্দুল্লাহিল আমান আযমী। ছবি: সংগৃহীত

সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা করে তাকে বরখাস্তের পরিবর্তে 'বাধ্যতামূলক অবসর' দেওয়া হয়েছে।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, পিএসসিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২৪ জুন ২০০৯ তারিখ হতে ভূতাপেক্ষভাবে "অকালীন (বাধ্যতামূলক) অবসর" প্রদান করা হয়েছে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, '২৪ জুন ২০০৯ তারিখ হতে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, পিএসসিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ "অকালীন (বাধ্যতামূলক) অবসর" প্রদান করা হয়েছে। একই সাথে ইতোপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ জুন ২০০৯ তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago