চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১ ফেব্রুয়ারি থেকে নতুন ২ ট্রেন

কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি: রাজীব রায়হান/ স্টার

চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি নতুন চালু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আজ সোমবার বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নতুন ট্রেনগুলি পরিচালনার জন্য জনবল, লোকোমোটিভ, কোচ বরাদ্দ করতে বলা হয়েছে।

রেলওয়ের (পূর্বাঞ্চল) অ্যাডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আক্তার হোসেনের সই করা চিঠিতে বলা হয়, এ রুটে নতুন ট্রেন সৈকত ও প্রবাল এক্সপ্রেসে ৭৪৩টি করে আসন থাকবে।

সৈকত এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় বন্দরনগরী থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে এবং প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ১০ মিনিটে ছেড়ে পর্যটন নগরীতে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

আবার, প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সৈকত এক্সপ্রেস কক্সবাজার স্টেশন থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে বন্দরনগরীতে পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

সৈকত এক্সপ্রেস ৮টি স্টেশনে বিরতি দেবে। সেগুলো হলো—ষোলশহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু।

তবে, প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে বিরতি দেবে। এগুলো হলো—ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু।

প্রতি সোমবার এই ট্রেন দুটি বন্ধ থাকবে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এগুলি আন্তঃনগর এবং প্রথম শ্রেণীর ট্রেন। আমরা আশা করি নতুন সেবায় পর্যটক ও এ রুটের যাত্রীরা উপকৃত হবেন।' 

বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন নিয়মিত চলাচল করছে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago