মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাইয়ের যোদ্ধাদের দায়িত্ব নেবে: উপদেষ্টা আদিলুর

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: স্টার

অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, একইভাবে জুলাইয়ের যোদ্ধাদেরও দায়িত্ব নেবে।

আজ রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'জুলাইয়ে পরিবারগুলোকে সাপোর্ট দিতে, আহতদের পুনর্বাসন করতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আলাদা অধিদপ্তর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।'

তিনি বলেন, 'বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে বিচার সঠিক হয় না। আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয়। আমরা সচেতন আছি যেন বিচার সঠিকভাবে হয় এবং অপরাধীরা ধরা পড়ে। গুরুত্বপূর্ণ অপরাধীরা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনার জন্য রেড নোটিশ জারি হয়েছে।'

আদিলুর রহমান বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল। তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে।'

'মামলা বাণিজ্য থেকে আমরা এখনো মুক্ত হইনি' উল্লেখ করে তিনি বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা যখন আমাদের দায়িত্ব দিয়েছিল, তখন জামিনে থাকা অবস্থায় দায়িত্ব দিয়েছিল। সেটা পালন করা ছাড়া উপায় নাই। আপনারা সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন। এটার উত্তর হঠাৎ করে দিতে পারব না। এ ব্যাপারে আমি এককভাবে কিছু বলে গেলে ঠিক হবে না। এটা রাজনৈতিক ঐকমত্যের ওপর নির্ভর করে।'

উপদেষ্টা বলেন, 'ফ্যাসিবাদ বারবার আসার চেষ্টা করবে। আমাদের প্রধান কাজ তাকে প্রতিহত করা। ফ্যাসিবাদ যেন কখনো বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে। ফ্যাসিবাদী শক্তিকে চিরস্থায়ীভাবে বাংলাদেশে মাটিচাপা দেওয়া।'

'ঐক্য মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছে' মন্তব্য করে তিনি বলেন, '৫ আগস্টের শক্তির মধ্যে যেন একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। ৫ আগস্টের সব শক্তিকে একসঙ্গে থাকতে হবে যেন ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে।'

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আদিলুর বলেন, 'আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। থাকব বলার উপায় নেই। কারণ, কাল হয়ত দেখা যাবে আমরাও নেই। যতক্ষণ ঐক্য ও সংগ্রাম থাকবে ততক্ষণ এটা চলমান থাকবে। নয়ত স্থবির হয়ে যাবে এবং আমরাও আক্রান্ত হবো।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago