গুলশানে সড়ক অবরোধ করে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-১ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আজ বিকেল ৪টার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে গতকাল আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। রেল ও সড়ক পথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কয়েকশ শিক্ষার্থী মিছিল বের করে মহাখালী রেলগেট এলাকার দিকে রওনা হন।

বিকেলে মিছিল বের করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: শাহীন মোল্লা/ স্টার

মহাখালী-গুলশান সড়কের উভয় পাশে অবরোধ করে রাখায় যানজট তৈরি হয়।

ডেইলি স্টার সংবাদদাতা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিক্ষোভকারীরা আরেকটি মিছিল নিয়ে গুলশান-১ মোড়ের দিকে রওনা দেন। সেখানে ৬টা ৪০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাস্তা আটকে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে তিতুমীর কলেজ ক্যাম্পাসের দিকে রওনা হন তারা।

দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।

পাশাপাশি তাদের দাবি ঘিরে যে কোনো ধরনের অপরাজনীতি কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানান তারা।

Comments

The Daily Star  | English

'Remark on Jamaat': Pubail OC attached to GMP Police Lines

Jamaat leaders lodge complaint, accusing OC of making 'politically biased' comments

28m ago