নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করছে প্রশাসন

রাঙ্গামাটি, সাজেক, বাঘাইছড়ি, ফায়ার সার্ভিস,
সাজেকে আগুনে পুড়ছে পর্যটকদের কটেজ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির পর্যটন এলাকা সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পর্যটকদের সেখানে আপাতত ভ্রমণে যেতে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। সোমবারের অগ্নিকাণ্ডের পর সেখান থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২০টিরও বেশি রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাজেক পর্যটন স্পটে অগ্নিকাণ্ডে ১২০টি রিসোর্ট, কটেজ, স্থানীয় জনগণের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাজেক পর্যটন স্পট থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনীর স্থানীয় সদস্য, বিজিবি সদস্য, স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।


 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago