রাঙ্গামাটিতে মাতৃভাষায় বই পেল ২৭ হাজার পাহাড়ি শিক্ষার্থী

বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ছবি: স্টার

সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও সাধারণ বইয়ের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী—চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের জন্য তাদের নিজ নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
 
জেলার ১০ উপজেলার ২৭ হাজার ৮০১ জন চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীকে নিজ নিজ বিদ্যালয়ে শতভাগ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ১৩ হাজার ১৩৪টি, প্রথম শ্রেণিতে ২০ হাজার ৮৮০টি, দ্বিতীয় শ্রেণিতে ২১ হাজার ২০৭টি এবং তৃতীয় শ্রেণিতে ৭ হাজার ২০৫টি বই বিতরণ করা হয়েছে।

নতুন বছরে মাতৃভাষায় বই পেয়ে উচ্ছ্বাসিত পাহাড়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে অভিভাবকদের অভিযোগ, স্কুলগুলোতে তাদের মাতৃভাষার এসব বই পড়ানোর মতো যথেষ্ট শিক্ষক নেই।

২০১৭ সাল থেকে পার্বত্য এলাকায় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব মাতৃভাষার বই বিতরণ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, পার্বত্য জেলার জন্য সরকার যে মাতৃভাষার বই চালু করেছে, সেগুলো পুরোপুরি আমাদের কাছে পৌঁছেছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। আজ সব পাহাড়ি শিক্ষার্থীর মধ্যে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পাহাড়ি শিক্ষার্থীদের মাতৃভাষা শিক্ষা প্রদানের লক্ষ্যে তাদের নিজ নিজ মাতৃভাষার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, জেলা পরিষদের উদ্যোগে শিক্ষকদের মাতৃভাষা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
 

Comments

The Daily Star  | English