একদিনে পদ্মা সেতুতে সোয়া ৪ কোটি টাকার টোল আদায়

ছবি: স্টার

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় চার কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকার টোল আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে এই টোল আদায় হয়েছে।

আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, এ সময়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে।

সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৭টি যানবাহন এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উভয় প্রান্ত দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে নয় হাজার ৮৫২টি।

আবু সায়াদ বলেন, 'গত বছর ঈদের ছুটির প্রথম দিন সর্বোচ্চ টোল আদায় হয়েছিল। গত ৯ এপ্রিল মোট টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা এবং যানবাহন পার হয়েছিল ৪৫ হাজার ২০৪টি। এ বছর ঈদের ছুটি বেশি হওয়ায় যাত্রীরা ২৫ মার্চ থেকেই যাত্রা শুরু করেছেন।'

তিনি জানান, উদ্বোধনের পর থেকে ২৮ মার্চ পর্যন্ত পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে দুই হাজার ২৬৮ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫০ টাকা।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

1h ago