করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারও কথা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারও কোনো কথা হয়নি এবং হবেও না।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খলিলুর রহমান বলেন, 'করিডোর হচ্ছে জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।'

'আমরা যেটা করছি, সেটা হলো যেহেতু রাখাইনে কোনো সাহায্য-সহযোগিতা বা এইড যাচ্ছে না, জাতিসংঘ আমাদের এটুকুই বলেছে যে, আপনাদের সীমান্তের ওপারে এইড নিয়ে যেতে সাহায্য করবেন,' বলেন তিনি।

'জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে মানবিক সাহায্য পৌঁছে দেবে। আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আমরা করিডোর নিয়ে কারও সঙ্গে কথা বলিনি এবং বলব না,' যোগ করেন ড. খলিলুর রহমান।

তিনি আরও বলেন, 'আরাকানের যে অবস্থা তাতে সেখানে করিডোরের কোনো প্রয়োজন নেই। করিডোর তৈরি করে সেখানে লোকজন আসা-যাওয়ার কোনো প্রয়োজন নেই।'

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, 'আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না। প্রত্যাবাসনের কথা না বলতে পারলে, প্রত্যাবাসনের কৌশল নিয়েও কথা বলতে পারব না।'

'অনেকে বলছেন করিডোর নিয়ে আপনার কথা বলছেন। আমি বলব অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করব,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

BNP reiterates demand for polls by Dec at meeting with Yunus

Says don't want CA to quit; calls for resignation of 3 advisers

Now