ভারতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ২০ নভেম্বর অনুষ্ঠেয় আঞ্চলিক ফোরাম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারত সফরে যেতে পারেন।

ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্র জানায়, ভারত গত অক্টোবরের শুরুতে খলিলুর রহমানকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ঢাকার এক কূটনীতিক দ্য ডেইলি স্টারকে জানান, খলিলুর রহমান ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কোনো অস্বাভাবিক কিছু না ঘটলে তার না যাওয়ার কারণ নেই।

এ সফরে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করবেন কি না, এমন প্রশ্নে সূত্র জানায়, এখনো তা চূড়ান্ত হয়নি।

ভারতীয় এক কূটনীতিক জানান, খলিলুর রহমানের দিল্লি সফরে দুজনের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। 

কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। গত বছর মরিশাস আয়োজিত অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানায়। সিএসসিতে রয়েছে—ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ। আর সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেয়।

২০২০ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সহযোগিতার পরিধি বাড়াতে সিএসসি গঠিত হয়। ২০২২ সালে এতে যোগ দেয় মরিশাস।

গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।

গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুবার বৈঠক করেছেন—সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা আলোচনায় বসেছিলেন। এরপর ফেব্রুয়ারিতে ওমান অনুষ্ঠিত অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বৈঠক হয়।

সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ করেছে, তবে এখনো কোনো প্রতিক্রিয়া পায়নি।

এদিকে, গত বুধবার ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

19h ago