তেহরানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থানান্তরের বিবেচনা

পররাষ্ট্র

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে। দূতাবাসের বর্তমান অবস্থানের এক কিলোমিটারের মধ্যে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এটিকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তেহরানে বাংলাদেশ দূতাবাসের একজন কূটনীতিক বলেন, 'বর্তমান দূতাবাস থেকে কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ।' তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এদিকে, ইরানে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার আগে তাদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করছে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, 'ফেরার আগে কাগজপত্র ঠিকঠাক করার সময় বাংলাদেশিরা যেন সেখানে থাকতে পারেন, সে জন্য তেহরানের দূতাবাস একটি আশ্রয়কেন্দ্র ভাড়া করার জন্য কাজ করছে।'

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের যোগাযোগ ও সহায়তার জন্য হটলাইন চালু করা হয়েছে। নম্বরগুলো হলো: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নম্বরও (+৮৮০১৭১২০১২৮৪৭) চালু রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ৬০০ বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন পেশার মানুষ আছেন। এর বাইরেও কয়েক হাজার বাংলাদেশি থাকতে পারেন, যারা কাগজপত্র ছাড়া সেখানে রয়েছেন। আজারবাইজান হয়ে ইউরোপে যাওয়ার জন্য তারা ইরানকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের পরিচালক মোস্তফা জামিল খান দ্য ডেইলি স্টারকে বলেন, ইরানে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সেখানে থাকা বাংলাদেশিদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং ইসরায়েলের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

4h ago