দলীয় প্রধান প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

আলী রীয়াজ। ফাইল ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৭তম দিনে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই ঘোষণা দেন।

তিনি বলেন, 'বেশিরভাগ দল একমত যে প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক দলের প্রধান হওয়া উচিত নয়। কয়েকটি দল এই বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন। সেই দল এবং জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে।'

এই প্রস্তাব বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল। বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী ঐক্য জোট এবং আম জনতার দল- এ বিষয়ে ভিন্নমত দিয়েছে। তারা মনে করে, একজন ব্যক্তি একসঙ্গে দলপ্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারেন।

বিপরীতে, জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ বেশিরভাগ দলই দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার বিরোধিতা করে।

এ প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, 'জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ যারা নোট অব ডিসেন্ট দিতে উৎসাহী, যদি আপনারা প্রয়োজন মনে করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এটাই আমাদের সিদ্ধান্ত এবং আমরা আপনাদের জানাচ্ছি।

মঙ্গলবারের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল— প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সমন্বিত প্রস্তাব তৈরি এবং নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধিমালা।

দিনের শুরুতে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য শোক প্রস্তাব পেশ করেন।

৩০টি রাজনৈতিক দলের সবাই শোক প্রস্তাবে স্বাক্ষর করেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago