গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, নির্বাচন তত সংকটে পড়বে: গোলাম পরওয়ার

ছবি: স্টার

অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে, জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, 'ঐকমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে, ওখানে তারা কংক্রিট কোনো কথা বলেনি। বলেছে যে জাতীয় নির্বাচনের দিনে অথবা আগে যেকোনো সময় (গণভোট হতে পারে)। অর্থাৎ তারা ঝুলিয়ে রেখেছে। এটা বলায় ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। বল চলে গেছে সরকারের কোর্টে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।'

আন্দোলনরত দলগুলোর পক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, 'এক্ষেত্রে আমাদের সব দলের পরিষ্কার বক্তব্য, ঐকমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিত তাহলে কিন্তু আর ঝামেলা পাকাত না। এখন দুই-একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছে, এই কথায় তারাও কথা বলার সুযোগ পেল। আর আমরা যারা আগে থেকেই চাচ্ছি, তাদেরও কথা বলার সুযোগ থেকে গেল। মাঝখান দিয়ে ঐকমত্য কমিশন বেঁচে গেছে।'

গোলাম পরওয়ারের ভাষ্য, 'আমরা আজ এই আটটি দল পরিষ্কারভাবে বলতে চাই সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে, খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা।'

'গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করা না হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দেবে।'

'ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই'— এমন মন্তব্য করে গোলাম পরওয়ার জটিলতা এড়ানোর জন্য নভেম্বরের মধ্যে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান।

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান, তেমনি ঐকমত্য কমিশনেরও প্রধান। দুই প্রধান হিসেবে তার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে সংকটমুক্ত করা, সংশয়মুক্ত করা।' 

'রাজনীতির আকাশে যে মেঘ জমেছে, সেটাকে দূর করে একটা আলোর নিশানা তিনিই দিতে পারেন।'

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি সমমনা দলগুলোর পক্ষে আগামীকাল ৩০ অক্টোবর পাঁচ দফা দাবি আদায়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া এবং ৩ নভেম্বর বৈঠকের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago