জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার আদেশ হাইকোর্টের

গত বছরের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধান প্রতিবেদনকে 'ঐতিহাসিক দলিল' হিসেবে ঘোষণার জন্য সরকারকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, ওই প্রতিবেদনকে 'জুলাই বিপ্লব-২০২৪' হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত, যেন এটি ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়।

আইন মন্ত্রণালয়কে আগামী ৩ মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ চেয়ে গত বছরের ১৩ আগস্ট এ রিট করা হয়েছিল।

পরে ১৫ আগস্ট হাইকোর্ট 'ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা' এবং নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উদাসীনতা ও নিষ্ক্রিয়তা প্রশ্নে একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট বেঞ্চ।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধান গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করে এ বছরের ফেব্রুয়ারিতে একটি প্রতিবেদন প্রকাশ করে।

পরে রিট আবেদনকারী এ বছরের মে মাসে ওই প্রতিবেদন সংযুক্ত করে আদালতে সম্পূরক আবেদন জমা দেন।

সম্পূরক আবেদনের জবাবে, চলতি বছরের ১৪ মে হাইকোর্ট আরেকটি রুল জারি করে কেন ওই প্রতিবেদনকে 'ঐতিহাসিক দলিল' হিসেবে ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারি করেন।
রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ আজ রায় ঘোষণা করেন।

রিট আবেদনকারী অ্যাডভোকেট তানভীর আহমেদ নিজেই আবেদনের শুনানি করেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবির।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago