তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজও শাহবাগ অবরোধ

শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। ছবি: রাশেদ সুমন/ স্টার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, শিক্ষার্থীরা আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

এটি তাদের গতকাল ঘোষিত 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ। পুলিশ কর্মকর্তা জানান, শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে কারণ যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল চার ঘণ্টারও বেশি সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে রাখে বুয়েট শিক্ষার্থীরা। সেখান থেকেই 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করে সব শিক্ষার্থীকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানায় তারা।

ছবি: রাশেদ সুমন

এর আগে একই কারণে শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে।

তাদের তিনটি দাবি হলো—ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না; দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০ শতাংশ কোটা বাতিল করে, ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং সর্বশেষ দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতিত কেউ নামের পাশে 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Comments

The Daily Star  | English

CA pays homage to Liberation War martyrs on Victory Day

The nation is celebrating the Victory Day with elaborate programmes paying homage to the martyrs who made supreme sacrifice in 1971

39m ago