নেপালে থাকা বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ

কারফিউ উপেক্ষা করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ। ছবি: এএফপি

নেপালে তরুণদের বিক্ষোভের মুখে সরকারের পতন ও এ থেকে উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে থাকা বাংলাদেশি নাগরিকদেরকে বাসার বাইরে বের না হয়ে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, 'বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত নেপালে ভ্রমণ না করার জন্য সব বাংলাদেশি নাগরিককে পরামর্শ দেওয়া হচ্ছে।'

বর্তমানে নেপালে প্রায় ৩০০ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। এ ছাড়া কিছু ব্যবসায়ী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীও রয়েছেন।

এরই মধ্যে কাঠমান্ডুতে বিক্ষোভের কারণে বাংলাদেশ ও স্বাগতিক নেপালের মধ্যকার দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি আজ রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজই ফুটবল দলটির ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।'

তিনি আরও বলেন, দূতাবাস ফুটবল দলের সার্বিক বিষয় দেখাশোনা করছে।

Comments