‘আল্লাহ তুই দেহিস’: চুল-দাড়ি কেটে দেওয়ার প্রতিবাদ কবি-শিল্পীদের

ময়মনসিংহে 'পরম্পরা' আয়োজিত অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বয়োজ্যেষ্ঠ মানুষের চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন কবি ও শিল্পীরা।

আজ শুক্রবার ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে বরইতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবাদ জানান তারা।

ফরিদা পারভীন স্মরণে এ অনুষ্ঠানে কবি শামীম আশরাফ নিজের মাথার চুল কেটে প্রতিবাদ জানান।

লালনকন্যাখ্যাত কিংবদন্তী ফরিদা পারভীনের প্রয়াণে তার স্বরণে এ অনুষ্ঠান আয়োজন করে ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন 'পরম্পরা'।

ব্যানারে লেখা ছিল, 'আল্লাহ তুই দেহিস', 'মাজার ভাঙ্গা সংস্কৃতিতে আঘাত, মানুষের উপর অত্যাচারকারীদের ঘৃণা।'

সম্প্রতি বাউল-সাধু বেশের বয়োজ্যেষ্ঠ এক পথচারীকে ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে গেলে তা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। চুল-দাড়ি কেটে দেওয়া তিন ব্যক্তি 'হিউম্যান সার্ভিস বাংলাদেশ' নামে একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ময়মনসিংহ বাউল সমিতি।

আজকের অনুষ্ঠানে ছড়াকার ও গবেষক স্বপন ধর বলেন, 'আমাদের জন্য, আমাদের আগামীর পরম্পরার জন্য হলেও শুদ্ধ সংস্কৃতির চর্চা ধরে রাখতে হবে। সংস্কৃতি দিয়ে প্রতিবাদ করতে হবে সকল অন্যায়ের। আজকের আয়োজন দেখিয়েছে কীভাবে শৈল্পিক প্রতিবাদ করা যায়।'

'পরম্পরা'র সভাপতি কবি শামীম আশরাফ বলেন, 'কবি-শিল্পীরা শিল্প মাধ্যমে সকল অন্যায়, অনাচারের প্রতিবাদ করে।'

এ আয়োজনে গান পরিবেশন করেন আলামিন, হীরক, মিজান বউলা, অনিরুদ্ধ শুভ, জাকারিয়া আফরিদ, হৃদয়সহ অসংখ্য শিল্পী ও যন্ত্রী।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago