ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
ময়মনসিংহ বিভাগের জেলাগুলো থেকে ঢাকাগামী সবধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ রোববার সকালে পরিবহন শ্রমিকরা নগরীর মাসকান্দা বাস-টার্মিনালে অবস্থান নেন এবং তাদের কর্মসংস্থানের নিশ্চয়তাসহ নানা দাবিতে 'অনশন ধর্মঘট' শুরু করেন।
তাদের ব্যানারে লেখা ছিল 'মিথ্যা অপবাদে শ্রমিকের পেটে লাথি মারা মানবো না', 'ষড়যন্ত্র করে গাড়ী বন্ধ করা চলবে না', 'ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই', 'শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই'।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে বাসচালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেছেন।
সরেজমিনে নগরীর মাসকান্দা বাস-টার্মিনাল ও দীঘারকান্দা বাইপাস মোড়ে দেখা যায়, ঢাকাগামী সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী বাসযোগে ঢাকা যাওয়ার জন্য এলেও তাদের ফিরে যেতে হচ্ছে।
মাসকান্দা বাস-টার্মিনালে কয়েকজন যাত্রী বলেন, আজকে বাস বন্ধ থাকবে এটা তাদের জানা ছিল না। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করে তাদের ভোগান্তি বন্ধ করার অনুরোধ জানান তারা।
ময়মনসিংহ মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, 'শ্রমিকদের আন্দোলন করার যথেষ্ট কারণ রয়েছে। আমাদের এক শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যায়। এটা ঠিক হয়নি। কিছুদিন পরপরই চালক ও শ্রমিকদের হয়রানি হতে হয়। এতেও ক্ষুব্ধ হয়ে উঠেছেন পরিবহন শ্রমিকরা।'


Comments