রোববার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। এর ফলে সকালে ৩০ মিনিট এবং রাতে ৩০ মিনিট করে বেশি সময় ধরে চলবে মেট্রোরেল।
আজ বুধবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন।
তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হবে এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টায় ট্রেন চলাচল শুরু হবে এবং সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাবে।
মোহাম্মদ ইফতিখার হোসেন আরও বলেন, ট্রেনের সংখ্যা বাড়িয়ে যাত্রার মধ্যবর্তী সময় কমানোর জন্য পরীক্ষামূলক চলাচল চলছে। তবে দুই ট্রেনের মধ্যবর্তী সময় কমাতে আরও কিছুটা সময় লাগবে।
Comments