চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত ৭

চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের শ্রমিকদের দুই গ্ৰুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
শ্রমিকদের এক পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে আরেক পক্ষের সঙ্গে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
গত এক সপ্তাহ ধরে বিক্ষোভের পর আজ বৃহস্পতিবার সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনস কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্যাসিফিক জিন্স গ্রুপের ৬টি কারখানা সম্প্রতি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেন।
আজ সকালে প্রায় ২০০ শ্রমিক কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেয়।
পরে আশপাশের ইউনিটের আরও শ্রমিক তাদের সঙ্গে যোগ দিলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
জানতে চাইলে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে সম্প্রতি পুলিশ কয়েকজন শ্রমিককে ডেকে গত জানুয়ারিতে ইপিজেডের এক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।'
'সম্প্রতি প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ পুরোনো ভবন সংস্কারের জন্য একদল শ্রমিককে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং অন্যদেরও তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে উসকানি দেয়,' বলেন তিনি।
বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত। তবে সব কারখানার উৎপাদন এখনো বন্ধ বলে উল্লেখ করেন তিনি।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ ডেইলি স্টারিকে বলেন, 'হঠাৎ দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ হয় ও এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'
আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Comments