সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধা’দের অবস্থান

'জুলাইযোদ্ধা' পরিচয় দেওয়া একদল বিক্ষোভকারী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'জুলাই সনদ ২০২৫' স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে তারা মঞ্চের সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান দুপুর সোয়া ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, জুলাই যোদ্ধা, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এখনো এখানে অবস্থান করছেন।
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
Comments