সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি: ফখরুল

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি ক্ষমতায় গেলে সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিতেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেখানে তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, আমরা একটি রেইনবো নেশন তৈরি করব; অর্থাৎ সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সরকারে গেলে অবশ্যই এই সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমাধান করা হবে।

তিনি বলেন, আমি বিগত কয়েকদিন ধরে, সম্ভবত মাসেরও বেশি সময় ধরে আমাদের পূর্ব জাতিগোষ্ঠীর সঙ্গে একটি সম্পর্ক তৈরি করেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যা নিয়ে কাজ শুরু করেছি।

বিএনপি মহাসচিব বলেন, ময়মনসিংহে তাদের সমাবেশে গিয়ে আমি অভিভূত হয়েছি, তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং উৎপাদন ক্ষমতা দেখে। যারা আমাদের দেশে বাস করেন তারা অত্যন্ত সহজ-সরল এবং তাদের সম্প্রদায়ের মানুষরা অত্যন্ত স্থায়ী। মূল বিষয় হলো, তাদের নিজেদেরকেই আমাদের মূল ধারার সঙ্গে একাত্ম হতে চেষ্টা করতে হবে এবং মনোভাব ও মানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

'বিএনপি সরকারে গেলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে ওয়ানগালা উৎসব পালনের উদ্যোগ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে' যোগ করেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়া রহমান সেজন্যই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছেন। একটাই উদ্দেশ্য, শুধু বাঙালি নয়, বাংলাদেশে যাদেরকে রিকগনিশন দেওয়া প্রয়োজন, যারা আদিবাসী ও অন্যান্য জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন। তখন থেকেই আমরা এই গল সম্প্রদায়ের প্রতি দৃষ্টি রেখেছি, তাদের সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন। আমাদের দায়িত্ব হলো সব সম্প্রদায়কে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা একত্র করা, তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করা। একইসঙ্গে তাদের কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখা।

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago