তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে: ফখরুল

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারেক রহমান বাংলাদেশে এসেছেন উল্লেখ করে 
মির্জা ফখরুল বলেন, 'এটা অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে, এই দর্শন, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনপ্রিয়তা এখন তুঙ্গে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, 'আমরা বিশ্বাস করি যে, (তারেক রহমানের) এই জনপ্রিয়তা এবং বাংলাদেশের জন্য তার নতুন পরিকল্পনা দেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।

ওসমান হাদির ওপর হামলার পর পর বিএনপি শঙ্কা প্রকাশ করেছিলেন, এটি নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ। তারেক রহমান ফেরার পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'আমরা মনে করছি যে, সেটা অনেকটা দূরীভূত হয়েছে। তবে চক্রান্ত-ষড়যন্ত্র তো চক্রান্ত-ষড়যন্ত্র, সেটা আগে-ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে।'

Comments