অনুমোদনহীন পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় 'ভাই ভাই ফুড অ্যান্ড বেভারেজ' নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মো. পারভেজ রানা জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করে।
পারভেজ রানা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিতে র্যাব নিয়মিতভাবে ভেজাল ও অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, 'ঢাকার বিভিন্ন এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়া তরল পানীয় ও খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে মানবজীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র্যাব দীর্ঘদিন ধরে গোপন গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে।'
অভিযানে উপস্থিত ছিলেন ডিএমপি, ঢাকার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, বিএসটিআই পরিদর্শক ও র্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
অভিযানকালে বিএসটিআই অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের তরল পানীয়, বেভারেজ, এনার্জি ড্রিংকস, ইউনানি ঔষধজাত পণ্য উৎপাদন করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে জরিমানার পাশাপাশি মোট আড়াই হাজার লিটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (ডাব), ৮০০ লিটার আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, ফ্রুট ড্রিংকস ও কার্বনেটেড বেভারেজ, ৫০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৫০ লিটার সিরাপ জব্দ করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।


Comments