সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোণার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। গতকাল বুধবার রাজধানীর রমনা মডেল থানায় থানায় জিডিটি করেন তিনি। শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার।

আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। 

এতে বলা হয়, বনানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হলে তাকে নেত্রকোণার ডিসির পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বর্তমানে ওই মন্ত্রণালয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত করছে। এমন পরিস্থিতিতে প্রতিহিংসার মনোভাব থেকে সাংবাদিক শামছুল ইসলামকে ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করার উদ্দেশ্যে বনানী বিশ্বাস এই জিডি করেছেন।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এক বিবৃতিতে তারা বলেন, শামছুল ইসলাম দেশের স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা করে আসছেন। বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সরাসরি সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।

 

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

8h ago