প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে গাজীপুরে উদীচীর প্রতিবাদ সমাবেশ

কাপাসিয়া শহরের কলেজ রোডে সত্যেন সেন সংগীত একাডেমির সামনে উদীচীর প্রতিবাদ সমাবেশ। ছবি: স্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে গাজীপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ শনিবার দুপুর ১২টায় কাপাসিয়া শহরের কলেজ রোডে সত্যেন সেন সংগীত একাডেমির সামনে এ কর্মসূচি পালন করেন উদীচীর গাজীপুর ও কাপাসিয়া শাখার অর্ধশতাধিক সংস্কৃতিকর্মী।

এসময় উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, 'বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিল করে শিশুদের মানবিক ও সাংস্কৃতিক বিকাশের পথ রুদ্ধ করছে। অথচ সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষককে সংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালেও তারা ১২ হাজার শিক্ষককে সংগীতে প্রশিক্ষণ দিয়েছে। সেখানে নারীদের এগিয়ে আনা হচ্ছে, আর আমরা পিছিয়ে যাচ্ছি—এটি দুঃখজনক ও লজ্জাজনক।'

তিনি আরও বলেন, 'শিশুরা গান গাইতে পারবে না, কবিতা আবৃত্তি করতে পারবে না—এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত দেশের সংস্কৃতি বিকাশের পথে এক বড় বাধা। আমরা এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের দাবি ছিল দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ দিতে হবে, কিন্তু সরকার উল্টো পদটি বাতিল করেছে।'

উদীচী কাপাসিয়া শাখার সভাপতি নুরুল আমীন সিকদার বলেন, 'কোনো এক অদৃশ্য কারণে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিল করা হয়েছে। সারাদেশে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা আজ সেই প্রতিবাদের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছি।'

কাপাসিয়া উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ছিদ্দিক ফকির বলেন, 'এ বিষয়ে এখন আর চুপ থাকা যাবে না। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।'

প্রতিবাদ সমাবেশ শেষে সত্যেন সেন সংগীত একাডেমির শিক্ষার্থীরা জাতীয় সংগীতসহ রবীন্দ্রনাথ ঠাকুরের 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' গানটি পরিবেশন করেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago