বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ৫ নাগরিক আটক

আটক মিয়ানমারের সামরিক বাহিনীর ৫ সদস্য। ছবি: স্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার বিকেলে ঘুমধুম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা সোয়েথুরা (৩৮), আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা অং সান হতু (২৫), একই রাজ্যের বাসিন্দা কিয়াও জায়ের লিন (৩২) এবং ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা মিন মিনও (৪১)।

সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, মিয়ানমারের পাঁচ নাগরিক ৪২ নম্বর সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশে ঢুকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে গাছবুনিয়া পাড়া পর্যন্ত চলে এসেছে। পরে আমাদের টহল দল তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ডেইলি স্টারকে বলেন, মিয়ানমারের পাঁচ নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। অবৈধ প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago