সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি 'অবাস্তবিক ও বৈষম্যমূলক' দাবি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ময়মনসিংহে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এতে বিকাল থেকে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

এই ঘটনার সাড়ে ৪ ঘন্টা পর সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

রেললাইন অবরোধের কারণে বিকেল ৫টা থেকে ঢাকা–ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ময়মনসিংহ ও ঢাকার মধ্যে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষার সময় পেছানোর বিষয়ে পিএসসির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁরা তাঁদের কর্মসূচি অব্যাহত রাখবেন।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago